• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৬
  • ৮৮ বার দেখা হয়েছে

ফুলবাড়ীতে দক্ষিণ কোরিয়ার চিকিৎসক দলের দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান

ফুলবাড়ীতে দক্ষিণ কোরিয়ার চিকিৎসক দলের দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি►

জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে রোডেম ফাউণ্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার চিকিৎসক দল দিনব্যাপী দরিদ্র প্রতিবন্ধী, মা ও শিশুসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন।    

সকালে উপজেলা পরিষদ চত্বরে কোরিয়ান চিকিৎসক দলের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

এতে বক্তব্য রাখেন রোমেড ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং, কোরিয়ান চিকিৎসক কিম ইউ হং, রোডেম ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা বাবলু বিবেরু প্রমুখ।

প্রতিবন্ধী, মা ও শিশুসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন দক্ষিণ কোরিয়ার তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও চারজন ইন্টার্নি চিকিৎসক। এদের সহযোগিতা করেন কোরিয়ান মেডিকেল কলেজের ১২ জন শিক্ষার্থী।

রোমেড ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং বলেন, রোমেড ফাউন্ডেশনের বেসিক ডেভেলপমেন্টের অধিনে ফুলবাড়ী উপজেলার প্রতিবন্ধী, মা ও শিশুসহ তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এ সময় রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্র, ওষুধসহ প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার মানুষ তথা আমরা বাংলাদেশকে ভালোবাসি। এজন্য বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবা দিতে এসেছি। তিনজন কোরিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন ইন্টার্নি চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেছেন। চিকিৎসক ও রোগীদের সার্বিক সহযোগিতা করেছেন ১২ জন কোরিয়ান মেডিকেল কলেজের শিক্ষার্থী। 

এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়