মাধুকর ডেস্ক►
প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন নাহিদা আক্তার। অন্যদিকে পুরুষ বিভাগে নভেম্বর মাসের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
সোমবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইসিসি।
গেল আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এরপর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের। তারই স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন তিনি।