পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি►
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১শ ১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কাযক্রমের আওতায় আজ বুধবার (৯ আগস্ট) সকালে পার্বতীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিলাদী হস্তান্তর প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে জমির দলিলাদী গৃহের চাবি হস্তান্তরের করেন সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি। পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকার ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিলাদী প্রদান করা হয়েছে।
ভূমিহীন ও গৃহহীন পরিবারের লোকজনেরা বাড়ী ঘরের দলিলাদী ও ঘরের চাবী পেয়ে আনন্দিত ও উৎফল্ল্য হয়ে পড়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু , সহকারী কমিশনার (ভুমি) মাহমাদুল হাসান, মডেল থানার ওসি আবুল হাসনাত খান, রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার রিয়াজ মাহামুদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।