Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৯-২০২৩, সময়ঃ রাত ০৮:৩০

নীলফামারীতে হিমাগার পরিদর্শনে ভোক্তা অধিকারের মহাপরিচালক

নীলফামারীতে হিমাগার পরিদর্শনে ভোক্তা অধিকারের মহাপরিচালক

শাহজাহান আলী মনন, নীলফামারী  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান নীলফামারীতে বিভিন্ন হিমাগার (কোল্ড স্টোরেজ) পরিদর্শন করেছেন। আলুর বাজার দর ও মজুদ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি এই অভিযানে আসেন।  নীলফামারী সদর উপজেলার চাঁদেরহাট এলাকার অঙ্কুর বীজ হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হিমাগারে সিন্ডিকেটের কারণে আলুর দাম বেড়েছে। কৃষক পর্যায় থেকে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত সিন্ডিকেটের খোঁজ মিলেছে। এই সিন্ডিকেট অর্থাৎ এজেন্ট, ব্যাপারী আর হিমাগার কর্তৃপক্ষের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে।  এএইচএম সফিকুজ্জামান আরও বলেন, বেশ কয়েকটি জেলার হিমাগার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলুতে সর্বোচ্চ খরচ হয়েছে ১৮ থেকে ২০ টাকা। কিছু দিন আগেও ২২ থেকে ২৪ টাকায় আলু বিক্রি হয়েছে। অথচ এখন হঠাৎ করেই আলুর দাম হাফ সেঞ্চুরি অর্থাৎ ৫০ টাকা ছাড়িয়েছে।  তিনি বলেন, ভোক্তা অধিদপ্তরের কঠোর তদারকিতে আলুর দাম নিয়ন্ত্রণে এলেও আগামী দুই দিনের মধ্যে আলুর কৃত্রিম সংকট দেখা দিলে আমদানির জন্য সুপারিশ করা হবে। নিজেদের উৎপাদিত পণ্য থাকার পরেও আমদানি করা হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তবুও সিন্ডিকেট কে শায়েস্তা করতে এই পদক্ষেপ নিতে হবে। হিমাগার পরিদর্শন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নীলফামারী জেলার হিমাগার মালিক ও আলু ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহাপরিচালক সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad