Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১৬

নওগাঁয় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

নওগাঁয় ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা বন্ধের দাবীতে নওগাঁয় মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। শুক্রবার নওগাঁ শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালিত হয়। 

এসময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে উপদেষ্টা প্রকৌশলী গুরুদাস দত্ত, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, বিন আলী পিন্ট, সাধারণ সম্পাদক এম.এম রাসেল ও সহ-সাধারণ সম্পাদক নাইচ আক্তার, মাগফুরুল হাসান বিদ্যুৎসহ অন্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা নিন্দা জানিয়ে বলেন ইসরাইলরা অবৈধ ভাবে ফিলিস্তিন দখলে নিতে জোরতৎপর চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে ইতিহাসের চরম বর্বরতায় মেতে উঠেছে ইসরায়েল ও তাদের সহযোগী পশ্চিমারা। দখলদারদের পৈশাচিকতায় নিরিহ স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসী আজ নির্মম হত্যাযজ্ঞে শিকার। সকল নীতি অমান্য করে হামলা চালিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করা হয়েছে। যা মানবতা লঙ্ঘন। যা ধর্ম, বর্ণ নির্বিশেষে সভ্য কোন মানুষ কোন ভাবেই মেনে নিতে পারে না। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবী জানান বক্তারা।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad