আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারা দেশের ন্যায় নওগাঁর ১১টি উপজেলায় গনপূর্ত বিভাগের (পিডব্লিউডি) বাস্তবায়নে নির্মাণ করা হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। বাংলাদেশে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ধর্মীয় ইবাদত ও শিার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায় বাংলাদেশের জেলা ও উপজেলায় মডেল ৫৬০আধুনিক, চিত্তাকর্ষক নিদর্শন ও উন্নত সুযোগ-সুবিধার মসজিদ নির্মাণ করা হচ্ছে।
ইতিমধ্যেই নওগাঁ সদর উপজেলায়, পতœীতলা উপজেলায়, নিয়ামতপুর উপজেলায়, সাপাহার উপজেলায় ও পোরশা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শেষে প্রধানমন্ত্রী উদ্ধোধন করেছেন। এছাড়া চলতি মাসের ২৭তারিখে রাণীনগর উপজেলায়, নওগাঁ জেলায় ও বদলগাছী উপজেলায় নির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হবে। এছাড়া আগামী অক্টোবরে আত্রাই ও মহাদেবপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হবে। মান্দা উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এখনো উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়নি আর ধামইরহাট উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণের কাজের দরপত্র আহ্বান করা বলে নওগাঁ গনপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে।
নওগাঁ গনপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট, ১৯৭৫-এর বাস্তবায়ন এবং দেশব্যাপী শক্তিশালী ইসলামি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। সারাদেশে ইসলামি ভ্রাতৃত্ব ও প্রকৃত মূল্যবোধের প্রচার ও দীাদান চালু করা। সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা রোধ করা। সরকারের উন্নয়ন কার্যক্রম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। পুরুষ-নারী মুসল্লিদের জন্য নামাজ, ধর্মীয় শিা, প্রশিণ ও দীনি দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য ভৌত সুবিধাদি সৃষ্টি করা। ইসলামিক জ্ঞান ও সংস্কৃতি সম্প্রসারণের মাধ্যমে ইসলামি মূল্যবোধের পরিচর্যা ও প্রসার করা এবং সততা ও ন্যায়বিচারের প্রতি মানুষের আনুগত্য সমর্থন সৃষ্টি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাস্কৃতিক কেন্দ্র স্থাপন করার জন্য ৮হাজার ৭২২কেটি টাকা ব্যায়ে এপ্রিল ২০১৭ হতে ডিসেম্বর ২০২০পর্যন্ত মেয়াদে ১ম প্রকল্প বাস্তবায়নে অনুমোদিত হয়। সংশোধিত অনুমোদিত প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০শতাংশ জায়গা নির্ধারণ করা হয়। জেলা পর্যায়ে ৪তলা ও উপজেলা পর্যায়ে ৩তলা এবং উপকূলীয় এলাকায় ৪তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
নওগাঁ গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, ২০২৫সাল পর্যন্ত এই প্রকল্পটির মেয়াদ রয়েছে। ইতিমধ্যেই নওগাঁর ৫টি উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে ব্যবহার করা হচ্ছে। চলতি মাসেই আরো ৩টি উদ্বোধন করা হবে। আর বাকিগুলো প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ঠিকাদাররা নির্মাণ কাজ শেষ করতে পারবে বলে আশা করছি। আমাদের সার্বিক নজরদারীতে কাজগুলো শেষ করার চেস্টা করছি। জেলার সবগুলো মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই অঞ্চলের মানুষদের মাঝে আরো বেশি পরিমাণ ইসলামিক জ্ঞান ও সংস্কৃতির সম্প্রসারণ ঘটবে। এছাড়া পুরো দেশে প্রকল্পটি শেষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য শতভাগ সফল হবে এবং আমাদের হাজার বছরের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি সঠিক ভাবে সংরক্ষণের মাধ্যমে সুচারু ভাবে শত শত বছরের আগামী প্রজন্মের কাছে পৌছে দিতে এই প্রকল্পটি মাইলফলকের পাথেয় হিসেবে কাজ করবে।