নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁ শহরের ৩নম্বরের ওয়ার্ডের চকপিয়ার এলাকায় ডোবায় পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিকে এই ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো, ওই এলাকার আব্দুর রহমান ছেলে আব্দুল্লাহ (৫) ও নাহিদুজ্জামান মুসার মেয়ে খাদিজা (৫)। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফায়সাল বিন আহসান।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে একসাথে খেলাধুলা করছিলো। খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করার এক পর্যায়ে রাতে মৃত আবদুল্লাহর বাড়ির পাশে ওই ডোবাতে খাদিজাকে পানিতে ভাসতে দেখে চিতকার করলে স্থানীয়রা এগিয়ে আসে।
পরে স্থানীয়রা আব্দুল্লাহ ও খাদিজাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করা হয়নি।