Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৩, সময়ঃ সকাল ০৯:১৭

নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নওগাঁয় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁর পত্নীতলায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অন্তত ওরাও (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার খরাইল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্র উপজেলার শিহাড়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দরেন্দ্র ওরাও এর ছেলে। সে এবার শিহাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আগামী বছর সে এসএসসি পরীায় অংশগ্রহণ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার কাঁটাবাড়ী এলাকায় বার্নির মেলা দেখা শেষে একটি ভ্যানে করে বাড়ী ফিরছিলো নিহত অন্তত উরাও। পথিমধ্যে খরাইল মোড়ে ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে সে ভ্যান থেকে নেমে ভ্যানটিকে ধাক্কা দিচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে সাপাহারগামী পাথর বোঝাই দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে ওই ভ্যানে থাকা অন্য যাত্রীদের কোন য়তি হয়নি। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠায়ে ট্রাকটিসহ অন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad