• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৫-৫-২০২৩, সময়ঃ দুপুর ০২:০৪
  • ৭৪ বার দেখা হয়েছে

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁ সদর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভা কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক। 

এসময় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মোছা. শাহনাজ আক্তার (নাইস), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাইনুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গনমাধ্যমকর্মী প্রমুখ। এসময় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে, গ্রাম আদালতে পরিচালিত মামলা সম্পর্কে, মোবাইল কোর্ট পরিচালনা সম্পর্কে, মাদক প্রতিরোধ ও জঙ্গিবাদ/সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন বলেন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে। তবে বিভিন্ন স্থানে হত্যা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই সকল কর্মকান্ড বন্ধ করতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকল নাগরিকদের সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই। যেহেতু এই বছরটি নির্বাচনের বছর তাই এক শ্রেণির মানুষ শান্তিপূর্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায়তারা করবে। তাই উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 
 

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়