আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
নওগাঁয় “রাজনৈতিক দলের সব পর্যায়ে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে” এই দাবীকে সামনে নিয়ে তৃণমূল নারীনেত্রীদের সংগঠন 'অপরাজিতা নেটওয়ার্ক' আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রচন্ড দাবদাহকে উপক্ষো করে শনিবার দুপুরে শহরের পৌরসভার প্রধান ফটকের সামনে ঘন্টাকালব্যাপী এই মানুববন্ধনের আয়োজন করে অপরাজিতা নেটওয়ার্ক।
সুইজারল্যান্ডের সহায়তায় বাস্তবায়িত ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্প ২০১১সাল থেকে দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সাল থেকে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন চারটি সহযোগী সংস্থা যথা রূপান্তর, প্রিপ ট্রাস্ট, খান ফাউন্ডেশন ও ডেমক্রেসিওয়াচের মাধ্যমে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলাধীন ৬২টি উপজেলার ৫৪০টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় শনিবার সারা দেশের ১৬টি জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাধারণ আসনের সদস্য রাহেলা চৌধুরী, অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি চন্দনা শারমিন রুমকি, সদর অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি মর্জিনা বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০ (খ) তে বলা ছিল যে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে সময়সীমা অতিক্রান্ত হলেও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। সে অনুযায়ী রাজনৈতিক দলগুলির সকল স্তরে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলে যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করার প্রতি আহবান জানানো হয়।