দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরের ফুলবাড়ীতে ঝুলন্ত অবস্থায় আলেমা খাতুন (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের চকসাহাবাজপুর গ্রামে তার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আলেমা খাতুন ওই গ্রামের হোটেল শ্রমিক হৃদয় হাসানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তার স্বামী হৃদয় হাসান বাড়িতে এসে দেখে তার ঘরের দরজা বন্ধ। এ সময় তার স্ত্রীকে ডাকা ডাকি করলে সাড়া না পেয়ে এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে শয়ন কক্ষে ঢুকে দেখতে পান তার স্ত্রী আলেমা খাতুন বাশের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করেন।
প্রতিবেশিরা জানায়, ওই গৃহবধুর মাথায় একটু সমস্যা ছিল, তাকে ইতিপূর্বেও অস্বাভাবিক আচরন করতে দেখা গেছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, নিহত নারীর মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।