Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২২

দিনাজপুরের পূণর্ভবা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

দিনাজপুরের পূণর্ভবা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরের পুনর্ভবা নদীর রাজাপাড়া ঘাটে গভীর পানিতে তলিয়ে একই পরিবারের মামাতো ফুফাতো চার বছর বয়সি দুই ভাই মারা গেছে। 

নিহত শিশু সিফাত হোসেন (৪) দিনাজপুর পৌর শহরের গোবরা পাড়ার রাহাত বাবুর ছেলে। অপর শিশুর নাম রাইয়ান ( ৪) সে একই মহল্লার জহুরুল ইসলামের ছেলে। শিশু দুটি সম বয়সি হওয়ায় ্একে অপরের সাথে সব সময় মিলে মিশে থাকত। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মর্মান্তিক দূর্ঘটনা া ঘটেছে। দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম। 

স্থানীয় জানান, ওই পরিবারের একজন সদস্য পুনর্ভবা নদীতে মাছ ধরতে গেলে পিছু নেয় ওই দুই শিশু। নদীর তীরে দুই শিশুকে দেখতে পেয়ে নদীর তীরবর্তী বাড়ীতে রেখে আবারো মাছ শিকারে যান ওই সদস্য। পুনরায় দুই শিশু সবার অলক্ষে আবারো নদীতে গিয়ে রাজাপাড়া ঘাটে গভীর পানিতে তলিয়ে যায়। এদিকে বাড়ীতে দুই শিশুকে দেখতে না পেয়ে খোজাখোজি শুরু করে পরিবারের সদস্যসহ পড়সিরা। এক পর্যায়ে নদীতে তল্লাসি চালিয়ে দুজনকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যান তারা। দুই শিশুকেই মৃত বলে ঘোষনা করেন জরুরী বিভাগের চিকিৎসক। 

দিনাজপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর গোলাম মওলা শাহ দুই শিশুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে  দুই শিশুর সুরতহার রিপোর্ট তৈরি করেছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad