Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৭

দিনাজপুরে কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

দিনাজপুরে কুষ্ঠরোগ বিষয়ক সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা

দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুরে আগামী ২৯ জানুয়ারি বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে কুষ্ঠ রোগের লক্ষন, প্রভাব ও প্রতিকার নিয়ে জেলার সংবাদ কর্মীদের সাথে অভিহিতকরন সভার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ শে জানুয়ারি) জেলা সিভিল সার্জন আয়োজিত দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডঃ আব্দুল জব্বার মিলনায়তনে অভিহিতকরন সভার করা হয়।

দিনাজপুর সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান। বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডাক্তার ফজলুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাইনুল হক প্রমুখ।

আয়োজকেরা বলেন  দিনাজপুর জেলায় কুষ্ঠ রোগীর রেড জোন হিসেবে উল্লেখ করে বলেন দিনাজপুরে গত ২০২২ সালের ২৪৭ জন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়েছে। এই কুষ্ঠ আক্রান্ত ব্যাক্তিরা বাড়ীতে বসে থাকে। এরা চিকিতসা গ্রহন করতে চায় না। তবে সঠিক চিকিৎসার প্রদানের ফলে অধিকাংশ কুষ্ঠ রোগী সুস্থ হয়ে উঠে । অভিহিতকরন সভায় আরোও উপস্থিত ছিলেন, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু ,যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,  সংবাদকর্মী রিয়াজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, কাশি কুমার ঝন্টু, মোর্শেদুর রহমান, মোবাচ্ছেরুল মাজেদ, রাজু বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি বলেন , আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠরোগ নির্মূল করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ব্যাপক গনসচেতনতা বৃদ্ধি কল্পে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ ব্যাপারে গণমাধ্যম কর্মীদের বিশাল ভূমিকা রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad