অনলাইন ডেস্ক ►
ভারতের ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। পাশাপাশি বুথের বাইরে দেখা গেছে কড়া নিরাপত্তা। খবর- হিন্দুস্তান টাইমসের।
আজকের ভোটে রাজ্যের ৬০টি আসনে ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন।
রাজ্যের ৬০ আসনে এবার ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেকদের অনেকে। বিজেপি ও তার সহযোগী আইপিএফটির সঙ্গে বাম কংগ্রেসের জোটের জোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া সুরার ব্যবস্থা করা হয়েছে। আসাম, মিজোরাম সীমান্ত এলাকাতেও কড়া নিরাপত্তা রয়েছে। সব মিলিয়ে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকছে।