Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫২

তেল আবিবে ‘গাড়ি হামলায়’ পর্যটক নিহত, আহত ৭

তেল আবিবে ‘গাড়ি হামলায়’ পর্যটক নিহত, আহত ৭

মাধুকর ডেস্ক ►

ইসরায়েলের রাজধানী তেল আবিবের সমুদ্র সৈকতের কাছে ইতালীয় এক পর্যটক নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ সম্ভাব্য গাড়ি হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। খবর: বিবিসি’র।

ইতালি ও ইসরায়েলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ইতালীয়র নাম আলেসান্দ্রো পারিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি গাড়ি হঠাৎ পথচারীদের আঘাত করে ফুটপাতের কাছে উল্টে যায়, পুলিশও তৎণাৎ গাড়িটির চালককে গুলি করে। গাড়িচালক ঘটনাস্থলেই নিহত হন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ হামলায় তাদের একজন নাগরিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দেন তিনি। এদিকে পর্যটক নিহতের ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সামরিক বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।

তেল আবিবের চার্লস কোর গার্ডেনে শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে ৪৫ বছর বয়সি এক ব্যক্তি একটি গাড়ি চালিয়ে কিছু পথচারীকে আঘাত করে একপর্যায়ে উল্টে যায়। আহত সাতজনের মধ্যে তিনজন মাঝারি পর্যায়ে আহত হয়েছেন আর চারজন সামান্য আহত হয়েছেন।

এর আগে গত শুক্রবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দুই বোন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তাদের মা গুরুতর আহত হন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা চালুর পরই পশ্চিম তীরে বন্দুক হামলার ঘটনা ঘটে। ইসরায়েল বলছে, গাজা থেকে ৩৪টি রকেট ছোঁড়া হয়েছে, এজন্য অভিযান চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad