Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-২-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৪

তুরস্কে একজনকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশের দল

তুরস্কে একজনকে জীবিত উদ্ধার করলো বাংলাদেশের দল

মাধুকর ডেস্ক ►

বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরই মধ্যে তারা ১৭ বছরের এক বালিকাকে জীবিত এবং তিনজনের মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।

প্রসঙ্গত, বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ সদস্য তুরস্কের উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ৯ ফেব্রুয়ারি রাত পোনে ৯টার দিকে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

তুরস্কে গত ৬ ফেব্রুয়ারি সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য ৮ ফেব্রুয়ারি রাতে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকারী দল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ থেকে সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে পাঠানোর জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের এই উদ্ধারকারী দল প্রস্তুত করা হয়। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad