Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৭-২০২৩, সময়ঃ সকাল ১০:২৯

জেনিনের ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনি পরিবারগুলো

জেনিনের ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনি পরিবারগুলো

আন্তজার্তিক ডেস্ক ►

ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দা ফাতিনা আল-ঘৌল। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় তার বাড়ি এখন ধ্বংসস্তূপ। বাড়ির ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ইতোমধ্যেই একটি বুলডোজার এসেছে পৌঁছেছে।

নিজের বাড়ির ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সে দৃশ্য দেখে কাঁদছিলেন ফাতিনা আল-ঘৌল। কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমরা পালাতে বাধ্য হয়েছিলাম। তা নাহলে আমার মেয়েদের ও আমাকে হত্যা করা হত। ’ ফাতিনা বলেন, ‘আমার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। সবকিছু ভেঙে গেছে এবং পুড়ে গেছে। সবই তিগ্রস্ত হয়েছে। ’

ফাতিনা তাদের এমন অবস্থার জন্য ফিলিস্তিনি কর্তৃপকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘এটি আমাদের বাড়ি। আমরা ভয়ের মধ্যে বসবাস করছি। এটি রা করার জন্য আমরাই একমাত্র বাকি। ’

তিনি বলেন, ‘আজ রাতে আমরা রাস্তায় ঘুমাবো। এমনকি আমরা ঘরের ভেতরেও বসতে পারব না। আমাদের বা আমাদের প্রতিবেশীদের জন্য আর কোথাও যাওয়ার নেই। ’

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের সবচেয়ে বড় সামরিক অভিযানের সময় ফাতিনা আল-ঘৌলের সঙ্গে আরও নয়জন নারী তাদের পরিবার নিয়ে শিবির ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। ইসরায়েলি সেনাদের শিবির ছাড়ার পর তারা আবার নিজেদের বাড়ির দিকে ফিরছেন।

গত সোমবার ভারী অস্ত্রসস্ত্রসহ ১ হাজারের বেশি সেনা শহরটিতে আসে। এরপর শুরু হয় তাদের ধ্বংসযজ্ঞ। যা বুধবার (৫ জুলাই) মধ্যরাত পর্যন্ত চলে। ইসরায়েলিদের এবারের হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনার।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad