আন্তর্জাতিক ডেস্ক ►
জাপানে ধর্ষণের সংজ্ঞা বদলে এবং যৌন মিলনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স বাড়িয়ে যৌন অপরাধ সংক্রান্ত আইনে বিরাট পরিবর্তন আনা হয়েছে। আগে জাপানে কেবল ‘জোর করে যৌন সম্পর্ক’কেই ধর্ষণ বলে গণ্য করা হতো।
এখন সংজ্ঞা পাল্টে বলা হয়েছে ‘সম্মতিবিহীন যৌন সম্পর্ক’ ধর্ষণ বলে গণ্য হবে। এর মাধ্যমে অন্যান্য দেশের আইনের সঙ্গে জাপানে যৌন অপরাধ সংক্রান্ত আইন-কানুনের সামঞ্জস্য আনা হলো।
সমালোচকরা বলেছিলেন, জাপানে কাউকে যৌন সম্পর্কে বাধ্য করা হলে আগের আইনে কোনো সুরা ছিল না, ফলে অনেক যৌন হামলার ঘটনা নিয়ে অভিযোগ করা যেত না। এ ছাড়া আদালতে এ রকম মামলার রায়ে অনেক অসঙ্গতি থাকত।
জাপানের পার্লামেন্টের উচ্চ-কে শুক্রবার নতুন আইন পাস হয়। নতুন আইনে বেশ সুস্পষ্টভাবে এমন আটটি পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে ভুক্তভোগীর পে ‘যৌন সম্পর্কে অসম্মতি জানানো বা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং তা প্রকাশ করা’ বেশ কঠিন। জাপানে ১৯০৭ সালে যৌন সম্মতির আইন পাস করার পর এই প্রথম সেই আইনে কোন পরিবর্তন আনা হলো।