Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১-২০২৩, সময়ঃ দুপুর ০১:১৬

জটিল রোগে আক্রান্ত হৃতিক রোশন

জটিল রোগে আক্রান্ত হৃতিক রোশন

অনলাইন ডেস্ক ►

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় রয়েছেন তিনি। সুঠাম দেহ আর অভিনয় দতা দিয়ে জয় করেছেন কোটি কোটি ভক্তের মন। তিনি বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। শোনা যাচ্ছে, জটিল রোগে আক্রান্ত বলিউডের এই সুপারস্টার।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হৃতিকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, মুম্বাইয়ের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট কিনিকে গেছেন হৃতিক।

জানা যায়, হৃতিক রোশানের রক্ত সংক্রান্ত এই রোগ অনেক দিনের পুরোনো। ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ের সময় মাথায় গুরুতর আঘাত লেগেছিল হৃতিকের। আঘাতের ফলে ব্রেনের একটি অংশে রক্তজমাট বেধে যায়। সেই সময় অস্ত্রোপচারও হয়।

হৃতিক রোশন জানান, তিনি মানসিকভাবে অসুস্থ। ‘ওয়ার’ ছবি করার সময় নাকি মানসিক দিক থেকে এতটাই বিপর্যস্ত ছিলেন যে কাজ করতেও অসুবিধা হচ্ছিল। এর পরেও অসুস্থতার মধ্যে দিয়ে সময় পার করেছেন তিনি। এই অসুস্থতা কাটিয়ে ওঠার চেষ্টায় রয়েছেন হৃতিক।

হৃতিককে এর পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে। ছবিতে তার চরিত্রটি একজন পাইলটের। এই ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়–কোন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad