• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৭-২০২৩, সময়ঃ সকাল ১০:০৯
  • ৭৮ বার দেখা হয়েছে

চট্টগ্রাম–১০ আসনের উপ-নির্বাচনের ভোট চলছে

চট্টগ্রাম–১০ আসনের উপ-নির্বাচনের ভোট চলছে

মাধুকর ডেস্ক

চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ  চলছে। আজ রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ও মনজুরুল ইসলাম ভূঁইয়া।

এই সংসদীয় আসনে ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।

ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর আসনের এই উপ-নির্বাচনে ১৫৬টি ভোট কেন্দ্র আছে। ভোট পর্যবেক্ষণে কেন্দ্রে কেন্দ্রে ১ হাজার ৪০৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা থেকে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়