Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:১৯

গোবিন্দগঞ্জে ৫টি ব্রীজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোবিন্দগঞ্জে ৫টি ব্রীজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে ৫ ব্রীজ নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৪ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি’র বাস্তবায়নে  ব্রীজ গুলি নির্মিত হচ্ছে। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ব্রীজগুলি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথির উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান এবং এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু , উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান, মহিমাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক প্রমুখ। 

উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে ব্রীজ গুলি হলো  মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশ পুরে ৩৩মিটার, গোপালপুর-পুনতাইর রাস্তায় ২৪ মিটার, গোবিন্দগঞ্জ-সরদার সড়কের পনতাইরে ২৪ মিটার, দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী- কালিতলা সড়কে ৩০মিটার,  নাকাই ইউনিয়নের জামালপুর হাট রাস্তায় ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রীজ। মোট  ১শ ৩৫ মিটার বীজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ কোটি ২ লক্ষ টাকা।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad