• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৪-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১৬
  • ৭৪ বার দেখা হয়েছে

গোবিন্দগঞ্জে সভাপতির স্বেচ্ছাচারিতায় বেতন-বোনাস পায়নি ২২ শিক্ষক-কর্মচারী

গোবিন্দগঞ্জে সভাপতির স্বেচ্ছাচারিতায় বেতন-বোনাস পায়নি ২২ শিক্ষক-কর্মচারী

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস ছামাদের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারীদের ঈদের বেতন-বোনাস ও বৈশাখী ভাতার বিলে স্বাক্ষর না করার অভিযোগ উঠেছে।

এমন অভিযোগ জানিয়ে রবিবার (১৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ২২ শিক্ষক-কর্মচারী।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা বলেন, বিদ্যালয়ের সভাপতি ২২ জন শিক্ষক কর্মচারীর বেতন, ঈদ বোনাস ও বৈশাখী ভাতার বিলে স্বাক্ষর না করায় ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে তাদের পরিবার। বিশেষ করে নিম্নআয়ের কর্মচারীরা ঈদে পরিবার নিয়ে অনাহারে দিন কাটিয়েছেন। এমন অমানবিক কাজের জন্য তারা অবিলম্বে সভাপতির অপসারণ ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, ইউপি সদস্য দুদুমিয়া, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ এ কর্মসূচিতে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়