Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১২-২০২৪, সময়ঃ সকাল ১১:১৫

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের প্রশাসনিক কমিটির প্রধানসহ নিহত ২২

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের প্রশাসনিক কমিটির প্রধানসহ নিহত ২২

মাধুকর ডেস্ক ►

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার চালানো বিমান হামলায় ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল কর্মীরা এতথ্য জানিয়েছেন। তবে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তারা আশ্রয়কেন্দ্র এবং ত্রাণের গুদামে বন্দুকধারীকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। মেডিকেল কর্মীরা জানিয়েছেন, মধ্য গাজা উপত্যকায় দেইর আল বালাহ ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলে। ওই ভবনে ত্রাণ গ্রহণের জন্য ফিলিস্তিনিরা জড়ো হয়। এতে ১০ জন নিহত হয়েছেন। 

হামলায় আহতদের উদ্ধার করে পায়ে হেঁটে, রিকশায় করে এবং ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় হামাস পরিচালিত প্রশাসনিক কমিটির প্রধান দিয়াব আলী আল জারু নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ তথ্য জানিয়েছে। 
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে গাজার পুরাতন একটি আশ্রয় কেন্দ্রে আরেকটি হামলা চালিয়েছে। ফিলিস্তিনের মেডিকেল কর্মীরা জানিয়েছে, হামলায় এক নারী ও তার শিশুসহ সাতজন নিহত হয়েছেন। 

ইসরায়েলি হামলায় হামাসের কোনো যোদ্ধা নিহত হয়েছে কিনা তা রয়টার্স নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে হামাসের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। এছাড়া ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিদিন নিহতের মধ্যে কতজন হামাস যোদ্ধা এবং সাধারণ মানুষ নিহত হচ্ছে তা আলাদা করে প্রকাশ করছে না। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad