• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-২-২০২৪, সময়ঃ সকাল ১১:২৪
  • ৬৪ বার দেখা হয়েছে

এবার বড় পর্দায় নাম লেখালেন মেহজাবীন

এবার বড় পর্দায় নাম লেখালেন মেহজাবীন

বিনোদন ডেস্ক►

অভিনয় অঙ্গনে ১৪ বছরের পদচারণ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ১৪ বছর আগে—২১ ফেব্রুয়ারি—নাম লেখান টেলিভিশন নাটকে। এই দিনকে আবার স্মরণীয় করে রাখতে খুশির খবর দিলেন এই অভিনেত্রী। নাটক বা ওটিটি নয়, প্রথমবার তাঁকে দেখা যাবে সিনেমায়। 

তিনি নাম লিখিয়েছেন ‘সাবা’ নামের একটি চলচ্চিত্রে। সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন।

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। জানালেন, গত বছর সিনেমায় নাম লিখিয়েছেন। তবে এত দিন গোপন রেখেছিলেন। ভক্তদের উদ্দেশে তিনি ফেসবুকে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয়যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই। ২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করেছি।’

‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন জানান, শুটিং শেষে সিনেমাটির পোস্টপ্রোডাকশনের কাজও সম্প্রতি শেষ হয়েছে। এখন তিনি সিনেমাটি নিয়ে আন্তর্জাতিক প্রিমিয়ার ও বিপণনের দিকে এগোতে চান। তিনি বলেন, ‘এটি আমাদের দেশের গল্প। আমরা বহুসংখ্যক দর্শকের কাছে গল্পটি নিয়ে যেতে চাই। শুধু দেশের বাইরেই নয়, দেশের মধ্যেও বড় সংখ্যার দর্শকের কাছে গল্পটি নিয়ে যেতে চাই। “সাবা” সবার কথা বলবে। সিনেমায় যেমন আছে মানবিক গল্প, তেমনি ভালোবাসা ও জীবনবোধের নানা বিষয় এখানে উঠে এসেছে।’

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়