নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর মহাদেবপুরে আত্ত্বসত্বা গৃহবধূ সখিনা খাতুন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনরা। শনিবার উপজেলার ছাতুনতলা বাজারে একটি হোটেলে সখিনার পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে নিহত সখিনা খাতুনের ছোট বোন সাবিনা খাতুন বলেন, 'তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে আমার বোনকে (সখিনা খাতুন)। এঘটনায় থানায় মামলা হয়েছে। অথচ আমার বোনের হত্যাকারীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছেন। অজানা কারণে পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। এছাড়া মামলার পর থেকে আসামীরা আবারও আমাদের পরিবারের লোকজনদের মারপিট এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন। এতে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে আমার পুরো পরিাবার।'
তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জের এবং মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে গত ২৭ মার্চ আমাদেরই প্রতিবেশি একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। এতে আত্ত্বসত্বা সখিনাসহ পরিবারের আরও কয়েকজন আহত হন। গুরত্বর আহত সখিনা গত ৮ জুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান । তাঁর মৃত্যুর পর গত ১২ জুন থানায় হত্যা মামলা করা হয়। মামলার পরও আসামীরা গ্রেপ্তার হয়নি। হত্যাকারীদের বেপরোয়া আচারণ দেখে পুরো পরিবার আতংকের মধ্যে দিন কাটাচ্ছে। এঅবস্থায় স্বজনরা হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।
সংবাদ সম্মেলনের নিহত সখিনা খাতুনের বাবা সেকেন্দার আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, রুহুল আমিন, আব্দুলি মান্নানসহ নিহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, 'মারপিটের একটি ঘটনায় সখিনার বাবা থানায় মামলা করেন। দীর্ঘদিন পর চিকিৎসার এক পর্যায়ে সখিনা মারা গেলে ওই আগের মামলায় ৩০২ ধারা অর্থাৎ হত্যা মামলা সংযুক্ত করা হয়। এ মামালায় আসামীরা বিজ্ঞ আদলত থেকে জামিনে আছেন। এখানে পুলিশের কিছুই করার নেই।'