• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪
  • ৯৮ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের সাথে জোট বাঁধতে ইসিতে ৪ দলের আবেদন

আওয়ামী লীগের সাথে জোট বাঁধতে ইসিতে ৪ দলের আবেদন

মাধুকর ডেস্ক►

আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আবেদন জানিয়েছে চারটি দল। শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এখন পর্যন্ত চার দল নৌকা প্রতীকে নির্বাচনে যাওয়ার আবেদন করেছে। নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ তথ্য জাননো হয়েছে।

দলগুলো হলো হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ও দিলীপ বড়ুয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে আজ শনিবারের মধ্যে জানাতে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)। ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে এখন পর্যন্ত এই চার দল নিজেদের অবস্থান জানিয়েছে।

রাজনৈতিক দলগুলোকে জোটভুক্তির বিষয়ে জানাতে মাত্র তিন দিন সময় দিয়েছে ইসি। গত ১৬ নভেম্বর এক নির্দেশনায় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে ১৮ নভেম্বরের মধ্যে জোটভুক্তির বিষয়ে জানাতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন


এ জাতীয় আরো খবর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়