Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৩-২০২৫, সময়ঃ দুপুর ০২:২৫

অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াস মামুন খালাস

অর্থপাচার মামলায় তারেক রহমান ও গিয়াস মামুন খালাস

মাধুকর ডেস্ক►

সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাতবছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ।

আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

আদালতে তারেক রহমান ও মামুনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার শেখ মোহান্মদ জাকির হোসেন, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল এবং অ্যাডভোকেট আজমল হোসেন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন।

এর আগে গত ১০ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ, সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজার রায় স্থগিত করেন।

১৫ নভেম্বর ২০১৩ সালের ঘটনা। অর্থপাচার মামলায় তারেক রহমানকে সাজা দিতে বিচারকের মাথায় পিস্তল ঠেকান তৎকালীন আইন সচিবের নেতৃত্বে একটি দল।এরপরও মাথানত করেননি বিচারক মোতাহার হোসেন। হত্যার হুমকি উপেক্ষা করে খালাস দেন তারেক রহমানকে। এরপর বিচারকে জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। এক পর্যায়ে দেশ ছাড়েন ঐ বিচারক।

হাইকোর্টে এসে অবশ্য তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়, দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড। আর সাজা বহাল থাকে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান। গত মঙ্গলবার মামুনের আপিল মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। ফলে খালাসের সুবিধা পান তারেক রহমানও।

আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিমান টিকিট ও চিকিৎসা বাবদ খরচকে অর্থপাচার হিসেবে দেখানো হয় শুধুমাত্র হয়রানি করতেই।

দুদক আইনজীবী আসিফ হাসান বলেন, তারেক রহমানের অর্থপাচারের সত্যতা নেই। এছাড়া মামলার ক্ষেত্রে মানা হয়নি আইনি প্রক্রিয়া।

অর্থপাচারের এ মামলায় খালাসের মধ্যদিয়ে তারেক রহমান মামলা মুক্ত হলেন। তবে একটি মামলা চলমান থাকলেও সেটির কার্যকারিতা স্থগিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad