Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ দুপুর ১২:৫৫

অর্থ পাচার মামলায় জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড

অর্থ পাচার মামলায় জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড

মাধুকর ডেস্ক►

অর্থ পাচার মামলায় আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার সাত দেহরক্ষীকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৭ জুলাই) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া রায়ে জি কে শামীমকে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর আজাদ রহমান জানান, রায় ঘোষণার সময় জি কে শামীমসহ আদালতে সব আসামিরা উপস্থিত ছিলেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়- অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থপাচারকারীদের কোনো আদর্শ নেই। তারা কোনো আদর্শকে লালন করে না। তবে আদর্শকে ব্যবহার করে রাতারাতিভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে এবংদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তারা দেশ ও জাতির শত্রু। দেশের চলমান উন্নয়ন ও জাতীয় স্বার্থে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad