Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২০
  • ১৫৯ বার দেখা হয়েছে

নেত্রকোণা-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

নেত্রকোণা-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

মাধুকর ডেস্ক►

নেত্রকোনা-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই ২৫ জুলাই। প্রার্থীরা ২৬ থেকে ২৮ জুলাই পর্যন্ত আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ২৯ ও ৩০ জুলাই। প্রার্থিতা প্রত্যাহার ৩১ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১ আগস্ট। আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট হবে ব্যালটে। নির্বাচনটি সিসি টিভিতে পর্যবেক্ষণ করা হবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১১ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের সংসদ সদস্য রেবেকা মমিন। ৭৬ বছর বয়সী রেবেকা মমিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন।

টানা তিন মেয়াদে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য ছিলেন রেবেকা মমিন। তিনি ২০০৮ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া রেবেকা মমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad