
খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন মানুষ—ছবি: মাধুকর।
নিজস্ব প্রতিবেদক►
উত্তরের জনপদ গাইবান্ধায় ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। এতে করে খেটে খাওয়া দিনমজুরেরা পড়েছেন বিপাকে। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারনের চেষ্টা করছেন মানুষ।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় গাইবান্ধা জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ভোরবেলা থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে মানুষ কাজে বের হতে পারছেন না। দিনমজুর, কৃষি শ্রমিক, রিকশা ও ভ্যান চালকেরা বিপাকে পড়েছেন।
শহরের রিকশাচালক জমশের আলী বলেন, “এই ঠান্ডাত কাজত বাইর হলে হাত-পাও সিষ্টি লাগি আসে। তাও প্যাটের জন্যি বাইর হওয়া লাগে। ঠান্ডার জন্যি রাস্তাত যাত্রীও কম।”
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, গাইবান্ধায় গত তিন দিন ধরে তাপমাত্রা ক্রমাগত কমছে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।