Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৮ ঘন্টা আগে
  • ৪৮ বার দেখা হয়েছে

গাইবান্ধায় শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধায় শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলার শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের গাইবান্ধা নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক) গাইবান্ধা সদর শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় গাইবান্ধা সদর শাখার প্রধান শিক্ষক পরিষদের (মাধ্যমিক) সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আমিনুল ইসলাম।

এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল মোত্তালেব, গিদারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সাহেব উল্লা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চাপাদহ বালুয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদা খাতুনসহ অন্যরা।

সভায় সদর উপজেলা থেকে আসা মাধ্যমিক বেসরকারী বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

বক্তারা শিক্ষার কাঠামো ও শিক্ষকদের নানান সমস্যা নিয়ে আলোচনা করে শিক্ষকদের এসব সমস্যা সমাধানের জন্য সাবেক সচিবকে সহযোগিতার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad