Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

মাধুকর ডেস্ক►

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে তিন দিনের আন্দোলন কর্মসূচি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি দল। 

আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো।

অন্য দলগুলো হচ্ছে- খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। 

দলগুলোর মধ্যে সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা)। খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। তবে নেজামে ইসলাম পার্টি পিআর পদ্ধতির বিপক্ষে।

জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি বাংলাদেশ খেলাফত আন্দোলন বাদে অন্য ছয়টি দলের। অভিন্ন দাবিগুলোর বাইরে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি রয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের। 

দলগুলো আজ রাজধানীতে, আগামীকাল বিভাগীয় শহরগুলোতে এবং আগামী ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করতে যাচ্ছে।

গতকাল বুধবার দুপুরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস তাদের কর্মসূচি ঘোষণা করে। গত রোববার কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। আর গত মঙ্গলবার নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

এর আগে জামায়াতে ইসলামী জানায়, বিসিএস পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচি বিকালে পালন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরে গেটে তাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

বাংলাদেশ খেলাফত আন্দোলন জানিয়েছে, আজ বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এদিকে একই সময়, একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল ৪টায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

এদিকে, সাতটি দলের কেউ পাঁচ দফা, কেউ ছয় দফা, কেউবা সাত দফা দাবি তুলেছেন। তবে সবার মূল দাবি প্রায় অভিন্ন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad