তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতু উদ্বোধন হয় গত ২০ আগস্ট। তবে বৈদ্যুতিক আলো না থাকায় অন্ধকারাচ্ছন্ন ছিল সেতুটি। ল্যাম্পপোস্টের চুরি হওয়া ক্যাবল পুনঃসংযোগ দিয়ে গত বৃহস্পতিবার থেকে সেতুটি আলোকিত হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছেন, আলো জ্বলে ওঠায় শুধু যাতায়াতই নয়, নিরাপত্তা ও সৌন্দর্য দুটোই নিশ্চিত হলো। দীর্ঘদিনের স্বপ্নের সেতুটি তাই এখন হয়ে উঠেছে এক রঙিন আলোকমেলা।
উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হওয়া তার পুনঃরায় সংযোগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার হতে ল্যাম্পপোষ্টে আলো জ¦লতে শুরু করেছে। তবে ত্রুটি জনিত কারণে ৪৫টি লাইটে এখনো আলো জ¦ালানো সম্ভব হয়নি। কাজ চলছে, অল্প সময়ের মধ্যে ঠিক হে যাবে।
২০ আগষ্ট খুলে দেয়া হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারি তিস্তা নদীর ওপর মওলানা ভাসানী সেতু। উদ্বোধনের দিন দিবাগত রাতে চুরি হয় সেতুর ল্যাম্পপোষ্টের তার। সে কারনে দীর্ঘ এক মাস বন্ধ ছিল লাইটিং ব্যবস্থা। এছাড়া গত ১ সেপ্টেম্বর হতে সেতুর হরিপুর এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। রংপুর আরআরএফ এর ১৫ জন পুলিশ সদস্য সেতুর নিরাপত্তা রক্ষায় দিন রাত টহল দিচ্ছেন।
উপজেলার পাঁচপীর বাজারস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা এস এ এস এর নিবার্হী পরিচালক এ বি এম নূরুল আকতার মজনু বলেন, ল্যাম্পপোষ্টে আলো জ¦ালায় রাতে সেতুর দৃশ্যটি অনেক চমৎকার হয়ে উঠেছে। পথচারীগণ নির্বিঘ্নে চলাচল করছেন। সেতুর দুই পাড়ের দোকানপাটগুলো এখন সারা রাত ধরে খোলা পাওয়া যাচ্ছে।
সেতুর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত টহল পুলিশের ইনচার্জ এএসআই মো. মামুন মিয়া বলেন, রাতে টহল দিতে আর কোন সমস্যা হচ্ছে না। ল্যাম্পপোষ্টে আলো জ¦ালায় সেতু এলাকার রাতের অবস্থান দিনের মত হয়েছে।
১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৮ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়েন এলজিইডির বাস্তবায়েন সেতুটি নির্মিত হয়েছে। সেতুতে মোট ৩১টি স্প্যান রয়েছে। সংযোগ সড়ক ও নদীশাসনসহ প্রকল্পে প্রায় ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর উভয় পাশে সংযোগ সড়ক করা হয়েছে ৮৬ কিলোমিটার।