Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ৯৮ বার দেখা হয়েছে

গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক►

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যে গাইবান্ধায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা। শহরের স্বাধীনতা প্রাঙ্গনে আজ (সোমবার, ১১ আগস্ট) সকালে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথভাবে এ আয়োজন করেছে। 

মেলায় স্থান পেয়েছে ৪৫টি স্টল। স্টলগুলোতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে

জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক এ কে এম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আল হাসান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। 

শেষে প্রধান অতিথি মেলায় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যা এবং পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরাই মেলার আয়োজনের উদ্দেশ্য। বৃক্ষরোপণ অভিযান ফলপ্রসূ করতে আর্থিক, পরিবেশগত উপযোগিতা ও পুষ্টিগুণ বিবেচনায় ব্যাপকভাবে দেশজুড়ে ফলদ, বনজ এবং ভেষজ গাছের চারা রোপণ প্রয়োজন। সবাই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad