নিজস্ব প্রতিবেদক►
নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল ৯টায় শহরের পৌরপার্কে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এরপর একেএকে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা ও পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম। পরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী ও সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জুলাইয়ের চেতনায় নানা শ্লোগানসহ ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে একটি বিশাল রিক্সা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল দিনটি উপলক্ষে পৃথক পৃথক সময়ে জেলা শহরে মিছিল বের করে। পরে সংগঠনগুলো আলাদা আলাদাভাবে নানা কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়। এই অভ্যুত্থানের মাধ্যমে ১৫ বছরের স্বৈরাচারী দুঃশাসনের অবসান ঘটে এবং স্বাধীনতার চেতনায় জনগণ ফিরে পায় নতুন উদ্দীপনা ও আশাবাদ। বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়। তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের নৈতিক দায়িত্ব।