Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১৮ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাদুল্লাপুরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জালাল উদ্দীন নামে এক সাংবাদিকের ওপর জুয়াড়ি ও তাদের সহযোগীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা স্মার্ট ফোন ছিনিয়ে নেয় তারা। জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি জালাল উদ্দীন এই হামলা শিকার হন। 

গত মঙ্গলবার বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ধারাই চতরা বিলের পুজামন্ডবের মাঠে বৈশাখী মেলায় এ ঘটনা ঘটে। এনিয়ে সাংবাদিক জালাল উদ্দীন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার এই মন্ডবে পুজা হয়। আর এই পুজা উপলক্ষে মন্ডব মাঠে বসে মেলা। এই মেলায় লোকসমাগমের সুযোগ নিয়ে কতিপয় দূর্বৃত্ত ছয়গুটির ফরডাবুর জুয়ার আসর বসায়। চিহ্নিত এই দূর্বৃত্তরা প্রভাবশালী হওয়ায় পুজা মন্ডব ও মেলা কমিটি এবং এলাকাবাসী ভয়ে কোন প্রতিবাদ করেন না। খবর পেয়ে গত মঙ্গলবার জুয়া খেলা চলাকালীন সময়ে সাংবাদিক জালাল ঘটনাস্থলে গিয়ে গোপনে জুয়ার আসরের ছবি ও ভিডিও করতে শুরু করেন। এসময় জুয়াড়ি ও তাদের সহযোগীরা তার ওপর হামলা করে কিল ঘুষি মেরে তার হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি মোটরসাইকেল যোগে নিরাপদ স্থানে নিয়ে যায়। 

সাংবাদিক জালাল উদ্দীন বলেন, আমি মেলায় গিয়ে দেখি মন্ডবের সামনে ছয়গুটির ফরডাবুর জুয়া খেলা চলছে। এসময় গোপনে খেলার ছবি ও ভিডিও ধারন করি। বিষয়টি টের পেয়ে চিহ্নিত জুয়ারু পলাশবাড়ী উপজেলার আমবাড়ী গ্রামের শরিফুল ইসলাম ও একই উপজেলার নিচিন্তীপুর গ্রামে জুয়ারি বাবলু মিয়ার নেতেৃত্বে দূর্বৃত্তরা আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে মোবাইল ফোন কেড়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু টের পেয়ে জুয়ারুরা পালিয়ে যায়। তবে জুয়ারুদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad