Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-৫-২০২৫, সময়ঃ রাত ০৭:০০
  • ২২৮ বার দেখা হয়েছে

সাদুল্লাপুরে পল্লী চিকিৎসককে তুলে নিয়ে গেল প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল

সাদুল্লাপুরে পল্লী চিকিৎসককে তুলে নিয়ে গেল প্রতিপক্ষ, ভিডিও ভাইরাল

তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর►

গাইবান্ধার সাদুল্লাপুরে দিনদুপুরে তরিকুল ইসলাম (৩৫) নামে এক পল্লিচিকিৎসককে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। পরে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে। তুলে নিয়ে যাওয়ার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ মে) বিকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব শত্রুতার জের ধরেই প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন তরিকুল ইসলামের পরিবারের সদস্যরা। এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। তবে শনিবার সকাল পর্যন্ত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

অপহৃত তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক। আগে তিনি স্থানীয় একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে তরিকুল বাড়ি থেকে মোটরসাইকেলে ভাতগ্রাম বাজারে তার দোকানের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। মোটরসাইকেল থামিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। মারধরের পর জোরপূর্বক তাকে অটোরিকশা ভ্যানে তুলে নিয়ে যায় হামলাকারীরা।

এদিকে এ ঘটনার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখ গেছে, চারজন থেকে পাঁচজন মিলে তরিকুল ইসলামকে টেনে হিঁচড়ে একটি ভ্যানে তুলে ফেলেন। এসময় ভিড় জমিয়ে ঘটনাটি দেখতে থাকেন বেশ কয়েকজন। তরিকুল হাত বাড়িয়ে তাদের সাহায্য চাইলেও সবাই নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন। তরিকুলের পরনে পাঞ্জাবি ছেঁড়া অবস্থায় দেখা গেছে ওই ভিডিওটিতে। 

এ ঘটনার পর শুক্রবার রাতে তরিকুল ইসলামের ছোট ভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেছেন, পূর্ব শত্রুতার জেরে উপজেলার চাঁদ করিম গ্রামের আতোয়ার রহমানের ছেলে মিলনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত তরিকুলকে তুলে নিয়ে গেছে। তরিকুলকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি পরিকল্পিত। দ্রুত তাকে উদ্ধারের দাবি জানান হিরু মিয়া। 

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার জানান, তরিকুলকে অপহরণের ঘটনায় মিলনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই হিরু মিয়া। অপহৃত তরিকুল ইসলামকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। ঘটনার সময়ের ভিডিওটি দেখে আসামি শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad