Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৪-২০২৫, সময়ঃ দুপুর ১২:১৮
  • ১৭১ বার দেখা হয়েছে

গাইবান্ধায় আগুনে পুড়লো ৩ দোকান

গাইবান্ধায় আগুনে পুড়লো ৩ দোকান

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বল্লমঝাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৩ টার দিকে প্রথমেই মনজু মিয়ার দোকানে আগুন দেখতে পান তারা। মুহুর্তের মধ্যেই বাজারের ৩টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ৩টি দোকানের ফ্রিজ, টিভি, মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এসময় সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- মন্জুর মুদি দোকান, জালাজ ফার্মেসি ও সাইদুলের মুদি দোকান।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব বলেন, রাত ৩টা ৪৫ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একটি ইউনিট ঘন্টা খানেক অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad