গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ও সিন্দুক ভেঙে স্বর্ণের দোকানে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলা শহরের কলেজ রোডের হাজি মার্কেটে অলংকার জুয়েলার্সে এই চুরি সংঘটিত হয়। চোরেরা প্রায় ৭০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়; যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।
শনিবার (১৫ মার্চ) দুপুরে অলংকার জুয়েলার্সের মালিক কার্তিক চন্দ্র সরকার জানান, পার্শ্ববর্তী সেতু লাইব্রেরীর ভিতর দিয়ে ঢুকে চোরেরা ইটের দেয়াল কেটে সিন্দুক ভেঙে প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। সকাল ১০টার দোকান খুলে দেয়াল কাটা ও সিন্দুক ভাঙা অবস্থায় পাওয়া যায়। সিন্দুকে আগের দিনে যে সোনা ও স্বর্ণালংকার রাখা হয়েছিল তার সবগুলোই চোরেরা চুরি করে নিয়ে গেছে। তার ধারণা শুক্রবার রাতে কোনো এক সময় চোরেরা পরিকল্পিতভাবে এই চুরি সংঘটন করেছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম পুলিশ পরিদর্শক আবু ইকবাল পাশা সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ অলংকার জুয়েলার্সের স্বত্বাধিকারী কার্তিক চন্দ্র সরকারের সাথে চুরির বিষয় নিয়ে কথা বলেন।
পরে থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে। চুরির ঘটনা উদ্ধারে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।