Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-২-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:২৯
  • ১৭০ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জের ‘কঞ্চিবাড়ী’কে উপজেলা বাস্তবায়নের দাবি

সুন্দরগঞ্জের ‘কঞ্চিবাড়ী’কে উপজেলা বাস্তবায়নের দাবি

তিস্তা আকন্দ,  সুন্দরগঞ্জ (গাইবান্ধা)►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ‘কঞ্চিবাড়ী’কে আলাদা উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) প্রস্তাবিত কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

প্রস্তাবিত কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মো. মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে সমাবেশে এবং সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রমানিক, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া, ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরদার মিজানুর রহমান, চন্ডিপুর এফ হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলম , মতিয়ার রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ মো. মাহবুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসুদুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, কঞ্চিবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মো. সাজ্জাদুর রহমান, সমাজসেবক  মো. শরিফুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। 

বক্তারা বলেন, পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার পরিসর। উপজেলার পূর্বাঞ্চলের লোকজন ৪৫ কিলোমিটার দূর থেকে গিয়ে উপজেলা পরিষদে সেবা গ্রহণ করে থাকেন। সে কারণে পূবাঞ্চলের সাতটি ইউনিয়ন বাসির দাবি কঞ্চবাড়িতে পৃথক উপজেলা বাস্তবায়ন করতে হবে। কঞ্চিবাড়িতে একটি মডেল পুলিশ তদন্ত কেন্দ্র, কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রাথমিক স্কুল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ জেলা শহরের সাথে গ্রামীণ হাইওয়ে সড়কের যোগাযোগ রয়েছে। সবমিলে প্রস্তাবিত কঞ্চিবাড়িতে পৃথক উপজেলা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad