Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১০-২০২৪, সময়ঃ সকাল ১১:০৮
  • ৩৬ বার দেখা হয়েছে

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল

ক্রীড়া ডেস্ক►

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে প্রোটিয়ারা। আজ (বুধবার, ১৬ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সফরকারী দলটি।

আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

বাংলাদেশ সফরের জন্য অনেকটা স্পিননির্ভর দল সাজিয়েছে দক্ষিণ আফ্রিকা। দলে কেশভ মহারাজের সঙ্গে আরও আছেন সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড। পেসারদের মধ্যে আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডার।

চোটের কারণে টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলা হবে না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার। এই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন এইডেন মার্করাম।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি, ড্যান পিটারসন, ড্যান পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টিয়ান স্টাবস, রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনে, ডিওয়াল্ড ব্রেভিস ও লুঙ্গি এনগিডি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad