আন্তর্জাতিক ডেস্ক ►
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এখন পর্যন্ত এতে বড় ধরনের কোনো য়তির খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইস্ট সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াকের ৯৬ কিলোমিটার দণি-পশ্চিমে চামব্রি হ্রদের ৮০ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস অনুমান করেছে, ৪৫ লাখ মানুষ এ ভূমিকম্প অনুভব করেছেন, যার মধ্যে সাড়ে ৪ লাখ মানুষ ‘শক্তিশালী’ কম্পন অনুভব করেছেন। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা নেই।
গত বছরের সেপ্টেম্বরে পাপুয়া নিউ গিনিতে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপে ২১ জনের মৃত্যু হয়েছিল। আর ২০১৮ সালে শক্তিশালী ভূমিকম্পে কমপে ২০০ জনের মৃত্যু হয়েছিল।