নওগাঁ প্রতিনিধি ►
একাত্তর টিভির জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িত খুনীদের দৃষ্টান্তরমূলক শাস্তির দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। রবিবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে ঘন্টাকালব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকসহ সুশীল সমাজ ও স্কাউট সদস্যরা অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম ও সাতমাথার উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ হারুনুর রশিদ, একাত্তর টিভির ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ, কালবেলার জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, সময়ের আলো ও ঢাকা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাগর খাঁনসহ আরো অনেকেই। এ সময় বক্তারা ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকা-ে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।