Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৩

রাতের অন্ধকারে ভয়ংকর স্পর্ট রাণীনগরে নির্মাণাধীন রেলব্রীজ ॥ রাতের আঁধারে ট্রেন থেকে হচ্ছে চুরি-ছিনতাই

রাতের অন্ধকারে ভয়ংকর স্পর্ট রাণীনগরে নির্মাণাধীন রেলব্রীজ ॥ রাতের আঁধারে ট্রেন থেকে হচ্ছে চুরি-ছিনতাই

আব্দুর রউফ রিপন, নওগাঁ ►

নওগাঁর রাণীনগরের ডাঙ্গাপাড়া নামক ফাঁকা এলাকায় ঝুঁকিপূর্ণ রেলব্রীজের পুন:নির্মাণের কাজ প্রায় ৬মাস যাবত চলমান রয়েছে। যার কারণে দিনে ও রাতে এই ব্রীজে এসে চলাচলরত সকল ট্রেনের গতিসীমা স্থির করে আবার চলাচল শুরু করতে হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিশেষ করে রাতের ট্রেনগুলো থেকে যাত্রীদের কাছে থাকা মোবাইল, শরীরে থাকা স্বর্নের অলংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে এই স্থানে এসে ট্রেন থেকে নেমে লাপাত্তা হয়ে যাচ্ছে চোর সিন্ডিকেটের সদস্যরা।

সম্প্রতি ট্রেনে থাকা একযাত্রীর ল ল টাকা মূল্যের ডিভাইস চুরির ঘটনায় এক চোরকে আটক করার ঘটনাও ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন। যার কারণে নতুন করে এই ব্রীজটি রাতে ট্রেনে চলাচলকারী যাত্রীদের কাছে এক ভয়ংকর স্পর্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। ব্রীজের নির্মাণ কাজ শুরু থেকে আজ পর্যন্ত ট্রেনের মধ্যে চুরি-ছিনতাই করে এই ব্রীজে এসে নেমে যাওয়ার প্রায় শতাধিক ঘটনা ঘটেছে।

জানা যায়, চোরের একটি চক্র এই নিমার্ণাধীন রেলব্রীজকে টার্গেট করে চুরি ও ছিনতাই করছে। তারা আগে থেকেই ট্রেনের যাত্রী সেজে ট্রেনের ভিতরে অবস্থান করে। তারপর তারা নারী যাত্রী বিশেষ করে ঘুমন্ত যাত্রীদের মালামাল টার্গেট করে। চোর চক্রের সদস্যরা রেলব্রীজে ট্রেন থামা মাত্রই যাত্রীদের চুরি করা মালামাল নিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। সচেতনরা বলছেন সংশ্লিষ্টদের তদারকির অভাবে চোর চক্রটি এই ব্রীজটিকে কাজে লাগিয়ে এমনভাবে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছে।

ট্রেন যাত্রী আবু সাইদ সাগর বলেন আমি কিছুদিন আগে ঢাকা থেকে রাতে ট্রেনে সান্তাহারে আসছিলাম। সান্তাহারে ট্রেন প্রবেশের আগে একটি ফাঁকা জায়গায় ট্রেন দাঁড়াই। এক মূহুর্তেই ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে লাফ দিয়ে দৌঁড়ে পালিয়ে যায় এক চোর। পরে জানতে পারি সেখানে রেলব্রীজের পুন:নির্মাণের কাজের জন্যই সেখানে ট্রেন দাঁড়িয়েছিল।

দিনাজপুর থেকে ঢাকা যাচ্ছিলেন এক নারী ট্রেন যাত্রী। সেতুর ওই স্থানে এসে ট্রেন থামার পর ওই যাত্রীর হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক চোর। পাশাপাশি লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে আরও এক নারী ট্রেন যাত্রীর শ্রবণ শক্তির ডিভাইস চুরি হয়।

নির্মাণাধীন রেলব্রীজের ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত প্রতিনিধি ওসমান গনি বলেন, আমি রাতে এখানে থাকি না তবে একদিন শুনেছিলাম আমার গার্ডের কাছে থেকে যে এখানে রাতের কোনো এক ট্রেন থেকে চুরি হয়েছে। এ বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা পুলিশও জানে। রাতে এখানে গার্ড থাকার পরও কিভাবে চুরি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার পাহাদাররা ব্রীজের কাছে থাকে। যেখানে ট্রেনের ইঞ্জিন থামে সেখানে গার্ডরা দাঁড়িয়ে থাকে। আর ট্রেনতো অনেক বড়। তাই পিছনের দিকে এমন ঘটনা ঘটলে জানা যায় না।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, নির্মাণাধীন রেলব্রীজে চুরি হওয়ার ঘটনা আমার জানা নেই। তবে ট্রেনে কর্মরত পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া আছে ট্রেন থামার পর দুইজন ট্রেনের দুই দিকে নেমে  দাঁড়িয়ে থাকবে। প্রায় ৩মাস আগে এক নারীর ব্যাগ চুরি হয়েছিল। সেই ব্যাগে সাত ল টাকার শ্রবণ শক্তির ডিভাইস ছিল। পরে সেই ডিভাইস উদ্ধার ও চোরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad