নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর রাণীনগরে বাড়ীর ভিত খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২০কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ রাখার একটি কথিত কষ্টিপাথরের পাঠাতন উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ভান্ডারগ্রাম রামজীবনপুর গ্রাম থেকে এই পাঠাতন উদ্ধার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, উপজেলার ভান্ডার গ্রাম রামজীবনপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে শাহিন আলম বাড়ী নির্মাণের জন্য ভিত খনন করছিলেন। এসময় মাটির নিচ থেকে একটি ধুসর রঙ্গের কথিত কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ রাখার গোলাকৃতি পাঠাতন দেখতে পায়।
এঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে পাঠাতনটি উদ্ধার করে নিয়ে আসে। প্রায় ৬৪কেজি ওজনের ওই পাঠাতনের মূল্য প্রায় ২০কোটি টাকা হবে ধারনা করা হচ্ছে। তিনি আরো বলেন, এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পাঠাতনটি প্রতœতত্ত্ব অধিদপ্তরে কাছে হস্তান্তর করা হবে।