নওগাঁ প্রতিনিধি ►
নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মহানগর আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যের, জাতীয় চার নেতা ও দেশের তরে প্রাণ বির্সজন দেওয়া সকল শহীদদের সম্মান প্রদর্শন পূর্বক একমিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নওশের আলী উপজেলার গোনা ইউনিয়নের খাজুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। এ সময় নওশের আলী শোকাবহ আগস্টের ১৫তারিখের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি শোককে শক্তিতে রূপান্তর করে সকল বাধা-বিপত্তিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে আবারো মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহŸান জানান।
বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে এই লাল সবুজের বাংলাকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলায় রূপান্তর করতে আ’লীগ সরকারের কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকারের প্রতিটি উন্নয়ন ও আগামীর জন্য গৃহিত পদক্ষেপের বার্তাগুলোকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে পৌছে দিয়ে তাদের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করতে হবে। কাউকে কষ্ট না দিয়ে ভালো ব্যবহার আর মিষ্টি হাসির মাধ্যমে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভোট চাওয়ার প্রতি তিনি নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।
এ সময় উপজেলা আ,লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম রহিমুল বাশার বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরিফ, সাবেক সদস্য মিরাজ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পিন্টু হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজ, বতর্মান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মাহমুদ, শামীম রহমান ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোকুনুজ্জামান রাব্বীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।