Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০১

যুদ্ধাপরাধে শেরপুরের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধাপরাধে শেরপুরের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাধুকর ডেস্ক►

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেরপুরের নকলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আকরাম হোসেন, আমিনুজ্জামান ফারুক ও মোখলেসুর রহমান।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার সমর্থকদের হত্যা, অগ্নিসংযোগ, অপহরণ ও নির্যাতনের তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দিয়েছেন আদালত। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় একসঙ্গে সকল আসামির মৃত্যুদণ্ড না দিয়ে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো।

তবে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান বলেন, ১৯৭১–এ আসামিরা নাবালক থাকায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকা সম্ভব ছিল না। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

৪ আসামির বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ২০১৭ সালের ২৬ জুলাই প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২০১৮ সালের ৩০ আগস্ট আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চারজনের মধ্যে বিচার চলাকালে মারা যান আসামি এমদাদুল হক খাজা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad