Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১-২০২৩, সময়ঃ দুপুর ০২:০০

যানজট নিরসনের দাবিতে নওগাঁয় ব্যবসায়ী পরিষদের সংবাদ সম্মেলন

যানজট নিরসনের দাবিতে নওগাঁয় ব্যবসায়ী পরিষদের সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি ►

দিনদিন যানজটের কারণে দুর্বিসহ হয়ে উঠছে নওগাঁ শহরের জীবন-যাপন। বিশেষ করে তাজের মোড় থেকে শহরের কাজীর মোড় পর্যন্ত প্রতিদিনই দিনের সিংহভাগ সময় যানজটের সৃষ্টি হয়ে থাকে। সামান্য এই কোয়াটার কিমি রাস্তা পার হতে সময় লাগে কখনো কখনো এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত। যানজট বর্তমানে নওগাঁ শহরবাসীর গলার কাটায় পরিণত হয়েছে। নওগাঁ শহর বর্তমানে যানজটের আতুর ঘরে পরিণত হয়েছে। অথচ এই যানজট নিরসনে প্রশাসনের কোন গুরুত্ব নেই।

তাই নওগাঁ শহরকে যানজট মুক্ত করা, সড়ক সংস্কার এবং শহরের ভিতরে অবৈধ তিনচাকার বাহন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা ব্যবসায়ী পরিষদ। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু বলেন, শহরের ভিতরে পুরাতন সোনালী ব্যাংক রোড, সুপারি পট্টি, কাপড় পট্টি, তুলাপট্টি, ইসলামপুর রোড সহ বেশকিছু রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় রীতিমতো শহরবাসী হতবাক।

এছাড়া শহরের ভিতরে ব্যাটারিচালিত রিকশা ভ্যান যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো নামানোর ফলে সকাল থেকে রাত পর্যন্ত শহরে যানজট লেগে থাকে। কিন্তু এসব বিষয়ে প্রশাসনের তেমন কনো নজর নেই। সংবাদ সম্মেলনে এসব সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভুমিকা পালনের জন্য আহবান জানানো হয় সংবাদ সম্মেলনে। সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলামসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad