মাধুকর ডেস্ক ►
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে পরবর্তী করণীয় কী হবে। লিভার সংক্রমণসহ পুরানো বেশকিছু সমস্যার উপসর্গ আবার দেখা দেয়ায় বুধবার (৯ আগস্ট) তাকে রাতে রাজধানীর এভার কেয়ার
হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ।
ডা. এ জেড এম জাহিদ সাংবাদিকদের বলেন, লিভার সংক্রমণসহ পুরানো বেশকিছু সমস্যার উপসর্গ আবার দেখা দিয়েছে। বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে পরবর্তী করণীয় কী হবে। হাসপাতালে কত দিন থাকবেন তা এখনই বলা যাচ্ছে না৷ দেশে যতটুকু সম্ভব ততটুকুই চিকিৎসা করা হচ্ছে। তবে তার শারীরিক জটিলতা ও বয়স বিবেচনায় দ্রুত দেশের বাইরে চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
৭৮ বছর বয়সী বেগম খালেদা জিয়া হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ারে ভর্তির পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।
এর আগে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রাতে তিনি হাসপাতালে থাকবেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এরপর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য চিকিৎসকরা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন।
গত ১২ জুন মধ্যরাতে অসুস্থ বোধ করায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৭ জুন সন্ধ্যায় হাসপাতাল থেকে নিজ বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।