নিজস্ব প্রতিবেদক ►
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সহায়তায় এসকেএস ফাউণ্ডেশন-এর বাস্তবায়নাধীন প্রকল্প শিশুদের জন্য এবং মমতা প্রকল্প পরিদর্শন করেছেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অন্য ভ্যান মানেন।
আজ বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ী ও গুয়াবাড়ীর প্রত্যন্ত চরাঞ্চলে “সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচি-শিশুদের জন্য” প্রকল্পের রংধনু খেলাঘরে শিশুদের শিখন প্রক্রিয়া, ক্যাচ-আপ ক্লাব সেশন, কমিউনিটি অ্যাকশন গ্রুপের সাথে মতবিনিময় করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অন্য ভ্যান মানেন।
পাশাপাশি তিনি কিশোরীদের আয়বর্ধক কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মসূচির অংশগ্রহণকারী ও স্থায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে চরাঞ্চলের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের পরামর্শ প্রদান করেন।
এছাড়া তিনি মমতা প্রকল্পের অধীনে একই ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন এবং কর্মসূচি অংশগ্রহণকারী ও জনপ্রতিনিধিদের সাথে মমতা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি প্রসবপূর্ব ও পরবর্তী সেবা, নিরাপদ প্রসূতি সেবা নিয়েও আলোচনা করেন।
পরিদর্শনকালে এসকেএস ফাউণ্ডেশনের সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার সোহেল ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সিনিয়র অ্যাডভাইজার ডা. গোলাম মোদাব্বিরসহ এসকেএস ফাউণ্ডেশন এবং সেফ দ্য চিলড্রেনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।